ক্রীড়া প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ফাইনালে ভারত টাইব্রেকারে ৪-১ গোলে বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জিতেছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। তবে সব উত্তেজনার কেন্দ্রবিন্দু যেন খেলার একেবারে শেষ মুহূর্ত। নির্ধারিত ৯০ মিনিট শেষে ভারত ২-১ গোলে এগিয়ে ছিল। অতিরিক্ত ৫ মিনিট ইনজুরি সময়ও প্রায় শেষ। ঠিক তখনই ডান প্রান্ত থেকে একটি থ্রো-ইন পায় বাংলাদেশ। লম্বা থ্রো-ইন থেকে বক্সে জটলার মধ্যে বল পেয়ে এক খেলোয়াড় প্লেসিং শটে গোল করেন। ভারতীয় খেলোয়াড়রা স্তব্ধ, আর বাংলাদেশ ডাগআউটে উল্লাসে ফেটে পড়ে সমতা ফেরার আনন্দে।
গোলের পরপরই রেফারি শেষ বাঁশি বাজান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময় ড্র হলে সরাসরি টাইব্রেকার। সেখানে প্রথম তিন শটেই গোল করে ভারত। বাংলাদেশ প্রথম দুটি শট মিস করে, তৃতীয় শটে গোল করলেও ভারতের চতুর্থ শট সফল হওয়ায় ম্যাচের পরিসমাপ্তি ঘটে।
প্রথমার্ধেই উত্তেজনা
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ফাইনালে শুরুতেই এগিয়ে যায় ভারত। ম্যাচের তৃতীয় মিনিটেই মাঝমাঠে ফ্রি-কিক থেকে মানবপ্রাচীর তৈরি করতে ব্যস্ত বাংলাদেশি খেলোয়াড়দের চমকে দিয়ে ভারত বামপ্রান্তে থ্রু বল বাড়ায়। সেখান থেকে আসা ক্রস জড়ায় জালে।
২৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শট কর্নারে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। কর্নার থেকে ফয়সালের পাঠানো বল ডান প্রান্তে গিয়ে পৌঁছায় আজিম খানের কাছে। তিনি হেডে পাস দেন দ্বিতীয় পোস্টে থাকা মানিক মিয়াকে, যিনি হেডে বল জড়ান জালে।
তবে ৩৭ মিনিটে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতের একটি আক্রমণ প্রথমে রক্ষা করেন গোলরক্ষক আলিফ। কিন্তু বল সঠিকভাবে ক্লিয়ার না হওয়ায় আবারও সুযোগ পায় ভারত। এবার ডিফেন্ডার ইকরামুল ইসলাম গোললাইন থেকে বল সরাতে না পারায় গোল হজম করতে হয়।
দ্বিতীয়ার্ধে লড়াই, বিতর্কিত সিদ্ধান্ত
দ্বিতীয়ার্ধজুড়ে বাংলাদেশ গোল শোধে মরিয়া হয়ে খেলেছে। একাধিক আক্রমণ করেছে শুরু থেকেই। ভারতের দুটি আক্রমণ ফিরে আসে ক্রসবারে লেগে। শেষ দশ মিনিটে বাংলাদেশ একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে ভারতের বক্স।
এ সময় বাংলাদেশের একাধিক পেনাল্টির আবেদনও নাকচ হয়ে যায়। একটি আক্রমণে ভারতের গোলরক্ষক বক্সের বাইরে এসে হাত দিয়ে বল ধরলেও রেফারি হ্যান্ডবল দেননি।
তবে এসব বিতর্ক পেছনে ফেলে বাংলাদেশ ঠিকই ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরায় এবং ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়। যদিও শেষ হাসি হাসে ভারত।